সংবাদ শিরোনাম ::
নবীনগরে পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
- আপডেট সময় : ০৪:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ২৭৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নোয়াগাঁও গ্রামের মো. সাদ্দামের ছেলে শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)।
স্থানীয়রা জানান, দুপুরে ছোট ভাই শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন শিফা পানিতে ঝাঁপ দেয়। এ সময় দুজনই পানির নিচে তলিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের ভাসতে দেখে উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত নই। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন


























