দেশনেত্রীর জানাজায় জনসমুদ্র প্রমাণ করে
বেগম খালেদা জিয়া শুধু বিএনপি’র নয় এদেশের ১৮ কোটি মানুষের নেত্রী ছিলেন
- আপডেট সময় : ১২:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ৫৬ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৭ দিনব্যাপী কোরআন খতম শোক কর্মসূচির সমাপ্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও ১নং সদস্য আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এডভোকেট সফিকুল ইসলাম, গোলাম সারওয়ার খোকন, আনিসুল ইসলাম ঠাকুর, এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, এডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, এ বি এম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, নজির উদ্দিন আহমদ, মলাই মিয়া, জাকির হোসেন ও শাহজাহান সিরাজ।
এছাড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, তানিম শাহেদ রিপন, শামীম মোল্লা, আবুল মনছুর মিশন, যুগ্ম সম্পাদক মো. মনির হোসেন ও মাইনুল হোসেন চপল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. মাহিন, দপ্তর সম্পাদক এডভোকেট সামসুজ্জামান কানন, নিয়ামুল হক ও ময়নুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও বিভিন্ন উপজেলা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন



















