ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা নাটাই উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল জেলা তথ্য অফিসের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে টেন মিনিটস ব্রিফ সরাইলে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি, ডিলারকে জরিমানা বহিষ্কার নিয়ে আল্লাহর কাছে বিচার প্রার্থনা রুমিন ফারহানার খর্বাকৃতির ফরহাদ-আরিফা দম্পতির পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন বেগম খালেদা জিয়া শুধু বিএনপি’র নয় এদেশের ১৮ কোটি মানুষের নেত্রী ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি: এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
এক শতাংশ ভোটারের সমর্থন যুক্ত স্বাক্ষরে ত্রুটি থাকায়

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / ৮২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই শেষে ভোটারদের সমর্থনসূচক স্বাক্ষরে ত্রুটি পাওয়ায় ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টা থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। এদিন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে তিনটির যাচাই কার্যক্রম শেষ হয়। বাকি তিনটি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই আগামী শনিবার (৩ জানুয়ারি) সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের দুজন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের চারজন রয়েছেন। নাসিরনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা হাবিবুর রহমান ও নজরুল ইসলামের মনোনয়ন বাতিল হয়। অন্যদিকে সদর–বিজয়নগর আসনে আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীরের মনোনয়ন গ্রহণযোগ্যতা হারায়।

রিটার্নিং অফিস সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ করতে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষরে অনিয়ম ধরা পড়ে। তাদের সবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের সমর্থন যুক্ত স্বাক্ষরে ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করা হয়।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দাখিল হওয়া ১১টি মনোনয়নপত্রের সবকটিই বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় জড়িত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন

এক শতাংশ ভোটারের সমর্থন যুক্ত স্বাক্ষরে ত্রুটি থাকায়

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট সময় : ১২:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই শেষে ভোটারদের সমর্থনসূচক স্বাক্ষরে ত্রুটি পাওয়ায় ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টা থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। এদিন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে তিনটির যাচাই কার্যক্রম শেষ হয়। বাকি তিনটি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই আগামী শনিবার (৩ জানুয়ারি) সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের দুজন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের চারজন রয়েছেন। নাসিরনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা হাবিবুর রহমান ও নজরুল ইসলামের মনোনয়ন বাতিল হয়। অন্যদিকে সদর–বিজয়নগর আসনে আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীরের মনোনয়ন গ্রহণযোগ্যতা হারায়।

রিটার্নিং অফিস সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ করতে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষরে অনিয়ম ধরা পড়ে। তাদের সবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের সমর্থন যুক্ত স্বাক্ষরে ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করা হয়।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দাখিল হওয়া ১১টি মনোনয়নপত্রের সবকটিই বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় জড়িত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।