ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা নাটাই উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল জেলা তথ্য অফিসের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে টেন মিনিটস ব্রিফ সরাইলে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি, ডিলারকে জরিমানা বহিষ্কার নিয়ে আল্লাহর কাছে বিচার প্রার্থনা রুমিন ফারহানার খর্বাকৃতির ফরহাদ-আরিফা দম্পতির পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন বেগম খালেদা জিয়া শুধু বিএনপি’র নয় এদেশের ১৮ কোটি মানুষের নেত্রী ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি: এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির প্রার্থী এডভোকেট মান্নানের মতবিনিময়

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:২২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ১৫৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির প্রার্থী এডভোকেট আবদুল মান্নান বলেছেন, দলের মনোনয়নবিমুখ নেতারা শেষ পর্যন্ত তার সঙ্গে একযোগে কাজ করবেন বলে তিনি আশাবাদী। তিনি বলেন, “আমি তাদের প্রত্যেকের বাসায় গিয়েছি, কারও কারও বাসায় একাধিকবারও গেছি। আশা করি সবাই ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে অংশ নেব।”

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সম্প্রতি একাধিক প্রার্থীর সমর্থকরা আন্দোলন করেছেন। এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন প্রায় ১২–১৫ জন। তাদের মধ্য থেকে দলের উচ্চপর্যায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আবদুল মান্নানকে চূড়ান্ত মনোনয়ন দেয়।

মনোনয়ন নিয়ে বিরোধিতার বিষয়ে প্রশ্নের জবাবে এডভোকেট মান্নান বলেন, “অনেক দিন পর নির্বাচন হচ্ছে। সবাই দলের জন্য কাজ করেছেন, তাই মনোনয়ন না পেয়ে কারও মনে অভিমান থাকতে পারে। তবে আমি বিশ্বাস করি, তারা সবাই এখন আমার সঙ্গে কাজ করবেন।”

নির্বাচনে জয়ী হলে নবীনগরের উন্নয়নে একটি মহাপরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা ব্যক্ত করে তিনি বলেন, নবীনগরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির মতো সমস্যা রয়েছে। পাশাপাশি নদীভাঙন রোধ ও সড়ক যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “গ্রাম ও ওয়ার্ডভিত্তিক উঠান বৈঠক ছাড়াও ২১টি ইউনিয়নে একাধিকবার জনসভা করেছি। নারী কর্মীরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষে ভোট প্রার্থনার প্রচারপত্র। এখন ১৫১ ভোটকেন্দ্রভিত্তিক কমিটির সঙ্গে মতবিনিময় করছি।”
নবীনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন দায়িত্বশীল ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এডভোকেট মান্নান সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. কাউছার, সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, আশরাফ হোসেন, তাজুল ইসলাম, রুমেল উদ্দিন আহমেদ, বায়েজিদ আহমেদ হেলাল, শাহীনূর রহমান, মোখলেছুর রহমান, মো. শাহীন, মো. পল্টু, মো. জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির প্রার্থী এডভোকেট মান্নানের মতবিনিময়

আপডেট সময় : ০১:২২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির প্রার্থী এডভোকেট আবদুল মান্নান বলেছেন, দলের মনোনয়নবিমুখ নেতারা শেষ পর্যন্ত তার সঙ্গে একযোগে কাজ করবেন বলে তিনি আশাবাদী। তিনি বলেন, “আমি তাদের প্রত্যেকের বাসায় গিয়েছি, কারও কারও বাসায় একাধিকবারও গেছি। আশা করি সবাই ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে অংশ নেব।”

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সম্প্রতি একাধিক প্রার্থীর সমর্থকরা আন্দোলন করেছেন। এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন প্রায় ১২–১৫ জন। তাদের মধ্য থেকে দলের উচ্চপর্যায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আবদুল মান্নানকে চূড়ান্ত মনোনয়ন দেয়।

মনোনয়ন নিয়ে বিরোধিতার বিষয়ে প্রশ্নের জবাবে এডভোকেট মান্নান বলেন, “অনেক দিন পর নির্বাচন হচ্ছে। সবাই দলের জন্য কাজ করেছেন, তাই মনোনয়ন না পেয়ে কারও মনে অভিমান থাকতে পারে। তবে আমি বিশ্বাস করি, তারা সবাই এখন আমার সঙ্গে কাজ করবেন।”

নির্বাচনে জয়ী হলে নবীনগরের উন্নয়নে একটি মহাপরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা ব্যক্ত করে তিনি বলেন, নবীনগরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির মতো সমস্যা রয়েছে। পাশাপাশি নদীভাঙন রোধ ও সড়ক যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “গ্রাম ও ওয়ার্ডভিত্তিক উঠান বৈঠক ছাড়াও ২১টি ইউনিয়নে একাধিকবার জনসভা করেছি। নারী কর্মীরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষে ভোট প্রার্থনার প্রচারপত্র। এখন ১৫১ ভোটকেন্দ্রভিত্তিক কমিটির সঙ্গে মতবিনিময় করছি।”
নবীনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন দায়িত্বশীল ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এডভোকেট মান্নান সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. কাউছার, সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, আশরাফ হোসেন, তাজুল ইসলাম, রুমেল উদ্দিন আহমেদ, বায়েজিদ আহমেদ হেলাল, শাহীনূর রহমান, মোখলেছুর রহমান, মো. শাহীন, মো. পল্টু, মো. জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।