আখাউড়ায় ৩১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
- আপডেট সময় : ১১:১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৯৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩১ কেজি ৪০০ গ্রাাম গাঁজাসহ মোঃ ইকবাল হোসেন (৩১) ও মোঃ হাবিব উল্লাহ (১৮) নামে ২ জন’কে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে
পৌরশহরের বাইপাস রেলক্রসিং এলাকায় হতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল তাদের গাঁজাসহ গ্রেফতার করেন।
গ্রেফতার হওয়া দুই ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কোনাউর গ্রামের মোঃ আঃ রহিম মিয়ার পুত্র মোঃ ইকবাল হোসেন (৩১) এবং একই উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মোঃ আক্কাস আলীর ছেলে মোঃ হাবিব উল্লাহ (১৮)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-০৯) সিলেট এর সহকারী পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ। তিনি সাংবাদিকদের জানান, র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল শুক্রবার রাতে আখাউড়া থানা এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও টহল ডিউটি চলাকালীন সময়ে আখাউড়া রেলওয়ে ষ্টেশন এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে আখাউড়া পৌরসভার অন্তর্গত বাইপাস রেলক্রসিং এলাকায় কতিপয় ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। র্যাবের আভিযানিক দলটি দ্রæত আনুমানিক রাত ২০.১০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে তারা দুইজন পালানোর চেষ্টাকালে র্যাব তাদের গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের নিজেদের হেফাজতে ২টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর (মাদকদ্রব্য) গাঁজা রয়েছে। তাদের দেখানো মতে ২টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর হতে খাকী রংয়ের স্কসটেপ দ্বারা মোড়ানো ৩১ কেজি ৪০০ গ্রাম গাঁজা করা হয়। তারা জানায়, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা হতে দীর্ঘদিন যাবৎ (মাদকদ্রব্য) গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।
পরে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গাঁজাসহ আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।
সংবাদটি শেয়ার করুন




















