সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে দোয়া মাহফিল
- আপডেট সময় : ০১:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য দেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, আর দোয়া পরিচালনা করেন হাসপাতাল মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন।
এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সভাপতি খ. আ. ম. রশিদুল ইসলাম, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদত, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, পাঠাগার সম্পাদক মজিবুর রহমান খান, তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্যকরী সদস্য শাহজাহান সাজু, নজরুল ইসলাম ভূইয়া বিল্লালসহ জেলা জুড়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
সমস্ত উত্তরণের পরে দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও তাঁর আত্মার শান্তি কামনা করা হয়। দোয়া শেষে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পবিত্র কুরআনের তেলাওয়াত ও মুসাফি কর্মসূচিও পরিচালিত হয়।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পরে গত ৩০ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন, তার বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে দেশের সর্বত্র তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন অঙ্গনের নেতারা শোক প্রকাশ করেছেন এবং আন্তর্জাতিক মহল থেকেও শ্রদ্ধা ও সহানুভূতির বার্তা এসেছে।
সংবাদটি শেয়ার করুন



















