ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় যুবদলের বিশেষ দোয়া ও কর্মীসভা
- আপডেট সময় : ০৪:৫২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ৫৮ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ দোয়া মাহফিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় শহরের কাজী মাহমুদ শাহ মাজার প্রাঙ্গণে ৮ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ দোয়া ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. শরীফ নূরের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন রিপন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট আরিফুল হক মাসুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব এডভোকেট ইয়াছিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোরাব হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সানি, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক আমান উল্লাহ ভুঁইয়া শামীম, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, সহ-সভাপতি মো. হারেজ মিয়া সরদার, সাবেক কাউন্সিলর শরীফ ভান্ডারি, মফিজুল ইসলাম, কিতাব আলী সরদার, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক উজ্জল মিয়া, ৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা হাসমত শাহ, ছালেক মিয়া ও খবীর মিয়া প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা সামসুল ইসলাম রায়পুরী এবং সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জহিরুল ইসলাম জুম্মান।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তির জন্য দোয়া করা হয়।
সংবাদটি শেয়ার করুন



















