কয়রায় একসেস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ১৭০ বার পড়া হয়েছে
খুলনার কয়রায় উত্তরণের এক্সেস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) বেলা ১১ টায় উপজেলা হল রুমে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় উত্তরণের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উত্তরণের একসেস প্রকল্পের প্রোগ্রাম অপারেশন ম্যানেজার আফরোজা আক্তার বানুর সভাপতিত্বে ও অ্যাডভোকেসি নেটওয়ার্কিং অ্যান্ড মাইগ্রেশন অফিসার মো. ফয়সালা মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মামুনার রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান, উত্তরণের ডি আর আর অ্যান্ড ওয়াশ অফিসার দিপদ মুখার্জি, এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড অফিসার নুসরাত জাহান মাফিয়া, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ, এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন


























