কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ৬০ বিজিবি
- আপডেট সময় : ০৭:৩১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা, কুমিল্লা সদর ও ব্রাক্ষণপাড়া উপজেলার সীমান্তে অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইলের ডিসপ্লে এবং খাদ্য সামগ্রী জব্দ করেছে ৬০ বিজিবির সদস্যরা।
সোমবার (৩ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শংকুচাইল, খাড়েরা, সালদানদী, শশীদল, বড়জ্বালা ও মইনপুর বিওপির সদস্যরা এসব ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রায় ৭৯ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইলের ডিসপ্লে এবং ২৫ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ভারতীয় খাদ্য সামগ্রী।
জব্দের বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান। তিনি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তে অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন


















