আখাউড়ায় অটো চালকের ছুরিকাঘাতে যুবক নিহত
- আপডেট সময় : ০৫:৪৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ৩৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটো রিক্সা পার্কিং করা নিয়ে তর্কবিতর্কের ফাঁকে অটো চালকের ছুরিকাঘাতে জিবন মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের সড়ক বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, মাগরিবের আজানের পর মিষ্টির দোকানের সামনে অটোরিক্সা পার্কিং করা নিয়ে দোকানের কর্মচারীর সাথে সাহাদাত নামের এক অটো চালকের তর্কবিতর্ক হয়। বির্তকের এক পর্যায়ে অটো চালক (সাহাদাত) মিষ্টির দোকানের কর্মচারী জিবন মিয়াকে বুকে ছুরিকাঘাত করে। এসময় পার্শ্ববর্তী লোকজন দোকানের কর্মচারী জিবন মিয়াকে আহত অবস্থায় দ্রæত আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এবং অটো চালক সাহাদাত মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে।
এবিষয়ে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্বত্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল জিলানী বলেন, বুকে ছুরিকাঘাতে আহত অবস্থায় এক যুবক’কে সন্ধ্যায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে বুঝা গেছে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমি উদ্দিন বলেন, অটোরিক্সা পার্কিং করা নিয়ে মিষ্টি দোকানের কর্মচারী ও অটোরিক্সা চালকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অটোরিক্সা চালক তার কাছে থাকা ছুরি দিয়ে বুকে আঘাত করলে মিষ্টি দোকানের কর্মচারীর মৃত্যু হয়। ঘাতক অটো চালক’কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন


















