আখাউড়ায় ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:১৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৩৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫৪৫(পাঁচশত পঁয়তাল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শামীম খাঁন(৩৭) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সুলতানপুর টু আগরতলা বাইপাস সড়কের কোড্ডা রেলক্রসিং এর পূর্ব পাশে খাদেম ফিসারিজ এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ইয়াবা ব্যবসায়ী মোঃ শামীম খাঁন, বিজয়নগর উপজেলার, সিংগারবিল ইউনিয়নের,
মিরাশানী গ্রামের মৃত ফরিদ খান এর পুত্র।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় এস.আই মোঃ এমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরশহরের বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় কোড্ডা রেলক্রসিং এর পূর্ব পাশে খাদেম ফিসারিজ এর সামনে, ব্রাহ্মণবাড়িয়া গামী বাইপাস পাকা রাস্তার উপর মোঃ শামীম খাঁনকে তল্লাশী করলে, তার নিকট ৫৪৫(পাঁচশত পঁয়তাল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।
সংবাদটি শেয়ার করুন


























