নাসিরনগরে জুলাই শহিদ দিবস পালিত
- আপডেট সময় : ০৪:১৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ২০৬ বার পড়া হয়েছে
যথাযথ মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে জুলাই শহীদ পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার (১৬ জুলাই) উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এর সঞ্চালনায়, সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, উপজেলা জামায়াতের আমীর একেএম আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশ এর সভাপতি মাওঃ আব্দুল সাত্তার, হেফাজতে আমির মাওঃ মুখলেছুর রহমান, এনসিপির প্রতিনিধি মুমিনুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন, মৎস কর্মকর্তা ফাহিমুল আবেদীন, শিক্ষা অফিসার ইসহাক মিঞা, যুব-উন্নয়ক কর্মকর্তা মাহবুব উল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা শাহীনা খাতুন, জনস্বাস্থ্য কর্মকর্তা সুজন সরকার, খাদ্য কর্মকর্তা আবুল হোসেন, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল চৌধুরী, গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন, শহীদ ইমরান এর বাবা ছোয়াব মিয়া, দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু, দৈনিক আমার দেশ প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী প্রমুখ।
জুলাই আহত যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন, তানভীর আহমেদ, সাজু মিয়া, শামীম রহমান, সুজন মিয়া, মাহবুব মিয়া, ইকরাম এর মা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা, জুলাই আন্দোলনের নানা দিক তুলে ধরেন এবং জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের নিয়ে নানা আলোচনা করেন।
সভার শুরুতে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সংবাদটি শেয়ার করুন






















