ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি
মোঃ জসিম উদ্দিন জসিমের ইন্তেকালে আজকের ব্রাহ্মণবাড়িয়া পরিবারের শোক
- আপডেট সময় : ০৯:৩৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৩৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন জসিম (৬২) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া পরিবারের পক্ষ থেকে মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পত্রিকাটির সম্পাদক মো. আবু নাছের রতন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
মোঃ জসিম উদ্দিন জসিম ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। সাংবাদিকতা ও সংগঠনিক কর্মকাণ্ডে তাঁর অবদান ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যম অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহতায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করেন—আমীন।
শোক প্রকাশক
দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া পরিবার
সংবাদটি শেয়ার করুন























