তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ২২ জানুয়ারি শুভ আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় পুনিয়াউটস্থ বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
যৌথ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, এডভোকেট সফিকুল ইসলাম, আনিসুল ইসলাম ঠাকুর, এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, এবিএম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, নজির উদ্দিন আহমেদ, শাজান সিরাজ, জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহিন, যুগ্ম সম্পাদক মনির হোসেন, মাইনুল হোসেন চপল, আজীম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. মাহিন, মহিলা সম্পাদিকা সামসুন্নাহার, ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট ইসমত আরা ও সাধারণ সম্পাদিকা শামিমা বাছির স্মৃতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন, জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমির চক্রবর্তী ও যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদ, জেলা জাসাসের আহ্বায়ক জুয়েল আহমেদ ও সদস্য সচিব বায়জিদ আহমেদ হেলাল, ওলামা দলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুর রশিদ ও সদস্য সচিব কাজী ইয়াহিয়া মাসুদ।
সভায় জেলার ১৪টি সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।
সভা শেষে তারেক রহমানের আগমনকে সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রচার, মঞ্চ ও সাজসজ্জা, অভ্যর্থনা, স্বেচ্ছাসেবক, মিডিয়া, আপ্যায়ন, সাংস্কৃতিক ও প্রশাসনিকসহ মোট ৯টি উপকমিটি গঠন করা হয়।
সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন























