ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন আর নেই
- আপডেট সময় : ০৬:৪২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৪৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সূত্রে জানা যায়, সাংবাদিক মো. জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে দৈনিক দি ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। কিছুদিন আগে শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ঢাকার বনশ্রী এলাকার তাকওয়া মসজিদে বাদ জোহর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে, সাংবাদিক মো. জসিম উদ্দিনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ, প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন























