রামরাইল ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
- আপডেট সময় : ০৩:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২নং ওয়ার্ডের উলচাপাড়া গ্রামে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া কোর্টের জিপি অ্যাডভোকেট সিরাজ আবিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ খান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর মোতাহার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, রাশেদুল হক, উসমান মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউদ্দিন খান রতন, দক্ষিণ এলাকার টিম সদস্য মোঃ ইলিয়াছ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, রামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ ওলি, বাবুল খন্দকার, আরিফুল ইসলাম আরিফ, পাপ্পু খান, আবু তাহের মোল্লা, শেখ মোঃ উজ্জল, খলিলুর রহমান, জাহিদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান টুটন, জহরলাল দাশ, সাদেকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লা মহসিন, জেলা যুবদল নেতা জসিম উদ্দিন ও তৈয়ব হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, রামরাইল ইউনিয়নের মোট ৭টি স্থানে— উলচাপাড়া, বিদেশ্বর, মোহাম্মদপুর, সেন্দা, সোহাতা, বিয়াল্লিশ ও রামরাইল গ্রামে পৃথকভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মাওলানা হাবীবুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মামুন।
সংবাদটি শেয়ার করুন























