নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, যথাসময়ে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
- আপডেট সময় : ০২:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। নির্বাচন খুব ভালোভাবে, অবাধ ও সুষ্ঠভাবে এবং যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হযরত শাহ্ পীর কল্লা শহীদ (রাহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। রিটার্নিং অফিসার ও পোলিং অফিসারদের প্রস্তুতিও শেষ হয়েছে। পাশাপাশি পোস্টাল ব্যালটের কার্যক্রমও সম্পন্ন হয়েছে। এখন শুধু নির্বাচনের সময়ের অপেক্ষা।
সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ শফিকুল আলম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত গণভোটের দিকে তাকালে দেখা যায়, সরকার একটি পক্ষ নেয়। কখনো সরকার ‘হ্যাঁ’ পক্ষ নেয়, আবার কখনো ‘না’ পক্ষ নেয়। আমরা সংস্কারের পক্ষে।
এই সংস্কারের মাধ্যমে দেশে অপশাসন দূর হবে এবং স্বৈরাচার যেন আর ফিরে না আসতে পারে, সে লক্ষ্যেই আমরা সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
এর আগে প্রেস সচিব সড়কপথে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস হয়ে আখাউড়ার খড়মপুরে হযরত শাহ্ পীর কল্লা শহীদ (রাহ.) এর মাজার পরিদর্শনে যান।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম, খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টুসহ অন্যান্যরা।
পরে তিনি মাজার শরীফ মাঠে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন এবং আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পরিদর্শন করেন।
সংবাদটি শেয়ার করুন























