সৈয়দ শাহ আলম স্মৃতি নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টায় দক্ষিণ পৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সৈয়দ শাহ আলম স্মৃতি নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানু রেজা।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এডভোকেট সফিকুল ইসলাম, মো. জসিম উদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, মাইনুল হোসেন চপল, মিজানুর রহমান, নুরুল হাসান আলম, সাংগঠনিক সম্পাদক তানিম শাহেদ রিপন, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ শরিফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ,
এছাড়াও উপস্থিত ছিলেন রাশেদুল হক, নোমান আহামেদ, ইমতিয়াজ আহমেদ বাবু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদ, রেজুয়ান হক শীর্ষ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ও সদস্য সচিব তানভীর রুবেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন সৈয়দ ইয়াকুব আলী, সৈয়দ তন্ময় ও সৈয়দ মোহাম্মদ আলী (ফাহিম)। ফাইনাল খেলায় অংশ নেয় আমিনপুর ক্রিকেট ক্লাব ও দক্ষিণ পৈরতলা ট্টাইএগিন ক্রিকেট ক্লাব।
১৫ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে ট্টাইএগিন ক্রিকেট ক্লাব ১৫ ওভারে ১০৬ রান সংগ্রহ করে। জবাবে আমিনপুর ক্রিকেট ক্লাব মাত্র ২ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে বিজয় অর্জন করে।
খেলা পরিচালনা করেন আম্পায়ার জহিরুল ইসলাম ও এজাজ আহামেদ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরো টুর্নামেন্টজুড়ে খেলাধুলা ও সৌহার্দ্যের এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
সংবাদটি শেয়ার করুন























