সংবাদ শিরোনাম ::
কসবায় পুলিশের অভিযানে ৪৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারি গ্রেফতার
আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
- আপডেট সময় : ০৫:০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ৮১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি টিম কুটি ইউনিয়নের রানিয়ারা এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার উত্তরপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে মো. সুমন মিয়া (২৮)।
পুলিশ জানায়, তার হেফাজত থেকে উদ্ধার করা ৪৭ বোতল বিদেশি মদ এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিকশা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন
























