ব্রাহ্মণপাড়া সীমান্তে তিন কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে ৬০ বিজিবি
- আপডেট সময় : ১১:১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ৯৯ বার পড়া হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ উন্নতমানের ভারতীয় শাড়ী জব্দ করেছে বিজিবির সদস্যরা। সোমবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শশীদল সীমান্ত এলাকা হতে ৬০ বিজিবি’র সদর দপ্তরের বিশেষ একটি আভিযানিক দল এসব ভারতীয় শাড়ি জব্দ করে।
জব্দের বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান। তিনি জানান, এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সদর দপ্তরের বিশেষ একটি আভিযানিক দল সোমবার ভোরে ব্রাক্ষণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় চোরাচালানী বিশেষ অভিযান পরিচালনা করে ১টি পিকআপসহ প্রায় ৩ কোটি টাকার অধিক মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করেছে।
তিনি আরো জানান, সীমান্তে নিরাপত্তা ও অপরাধ (মাদক ও পণ্য চোরাচালান) প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম সর্বোতভাবে অব্যাহত রয়েছে এবং থাকবে।
সংবাদটি শেয়ার করুন























