“মায়ের স্ট্রোক” “বাবাও নেই” দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে পৌঁছেও পরীক্ষা দিতে পারল না ছাত্রী।
- আপডেট সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে
আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। তবে রাজধানীর একটি কেন্দ্রে দেখা গেছে এক হৃদয়বিদারক দৃশ্য, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
জানা গেছে, আজ সকালে এক এইচএসসি পরীক্ষার্থীর মা হঠাৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাবাহীন পরিবারে একমাত্র দায়িত্ববান সদস্য হিসেবে মেয়েটিই মাকে হাসপাতালে নিয়ে ছুটে যান। হাসপাতালে মাকে ভর্তি করে সবকিছু সামলে তিনি যখন পরীক্ষাকেন্দ্রে পৌঁছান, তখন প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে গেছে।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পরীক্ষার নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় নিয়ম অনুযায়ী তাকে হলে প্রবেশের অনুমতি দেননি। প্রবেশের সুযোগ না পেয়ে ছাত্রীটি কেন্দ্রে বসেই কান্নায় ভেঙে পড়েন। এ সময় অনেক অভিভাবক ও শিক্ষার্থী এই দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন মানবিক পরিস্থিতিতে কিছুটা নমনীয়তা দেখানো যেত। মেয়েটি চেষ্টা করেছিল, শুধু সুযোগটা পেল না। হয়তো একটি বছর তার জীবন থেকে হারিয়ে গেল।”
এ ঘটনার পর স্থানীয়রা শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, ভবিষ্যতে এমন মানবিক ঘটনার ক্ষেত্রে নীতিমালার মধ্যে থেকেই যেন পরীক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনার সুযোগ রাখা হয়।
সংবাদটি শেয়ার করুন






























