নাসিরনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন
- আপডেট সময় : ০৪:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / ৪৪৮ বার পড়া হয়েছে
যথাযোগ্য আনুষ্ঠানিকতা ও প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ২৬ মার্চ নাসিরনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২০২৫ উদযাপন করা হয়েছে । দিবসটি পালন উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল কলেজ ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কতৃক পৃথক পৃথক অনুষ্ঠানমালার আয়োজন করা করেছে ।
প্রত্যুষে স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ও কুচকাওয়াচ এর সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি কাজী রবিউস সারোয়ার, থানা অফিসার ইনচার্জ খায়রুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাসির, কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী, রাফিজ মিয়া,জামায়াতে আমির অধ্যাপক আমিনুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা খেলাফত মজলিস সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ। এসময় সরকারী বিভিন্ন বিভাগের কর্মকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা কর্মী, সাংবাদিক ও বিভিন্ন স্কুল কলেজের কয়েকশ ছাত্র শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে নাসিরনগরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,রচনা ও কবিতা আবৃত্তি, হাসপাতালে ভালো খাবার পরিবেশন, মসজিদ মন্দিরে প্রার্থনা সহ নানাবিধ কর্মসুচী বাস্তবায়ন করা হয়েছে ।
সংবাদটি শেয়ার করুন
One thought on “নাসিরনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন”
আপনার মন্তব্য




















Good News