নাসিরনগরে জেলা আইনজীবি সমিতির নব নির্বাচিত সভাপতিকে গণসংবর্ধনা
- আপডেট সময় : ০২:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৬৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির নব নির্বাচিত সভাপতি এ.কে.এম কামরুজ্জামান মামুনকে ১৭ ফেব্রয়ারী(সোমবার) নাসিরনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল গণসংবর্ধনা দেয়া হয়েছে ।
নাসিরনগর উপজেলা সদরের প্রাথমিক শিক্ষক সমিতির মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ সভাপতি মো: আব্দুল হাই ।
প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের বিজ্ঞ পিপি মো: সিরাজুল ইসলাম আবিদ , প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম মো: আরিফ, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরোমের সাংগঠনিক সম্পাদক মো: হানিফ, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো: নুরুজ্জামান লস্কর তপু, জেলা জাতীয়তাবাদী যুব আইনজীবি ফোরামের সভাপতি এডভোকেট মো: আব্দুর রহিম গোলাপ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চকদার প্রমুখ ।
সংবর্ধনা উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ছোট ছোট মিছিলে হাজার হাজার মানুষের সরব উপস্থিতে উপজেলা সদর ছিল সরগরম ।
উল্লেখ্য. এ.কে.এম কামরুজ্জামান মামুন এর আগেও ২বার জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও ১বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন ।এছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া-১ (২৪৩ – নাসিরনগর ) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ।
সংবাদটি শেয়ার করুন



















