আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে লড়তে হচ্ছে- রুমিন ফারহানা
- আপডেট সময় : ০৬:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ৬১ বার পড়া হয়েছে
বিএনপির মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠ ছাড়ছেন না ব্যারিস্টার রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তিনি। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের হাতে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগরের ইসলামপুর-বুধন্তী ইউনিয়ন যুক্ত এই আসনে এবার ‘হাঁস’ প্রতীক চাইতে পারেন বলে জানা গেছে। বিএনপি জোটগত হিসাব-নিকাশের কারণে আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীর জন্য ছেড়ে দেওয়ায় তিনি স্বাধীন প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন।
রুমিন বলেন, “আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাহিরে। ১৯৭৩ সালে আমার বাবা অলি আহাদ আল্লাহর পরিকল্পনায় আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিল, রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা ২০২৬ এ আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে লড়তে হচ্ছে। তিনি আরো বলেন,
মনোনয়ন কেনার বিষয় নয়—এটা জনগণের আস্থা। তারা চাইলে আমার প্রতীক টিকবে, না চাইলে নয়।”
২৪ ডিসেম্বর তাঁর হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক যুবদল নেতা মো. আলী হোসেন। তিনি জানান,
“দল টিকিট না দিলেও নেত্রী নির্বাচনের মাঠ ছাড়ছেন না—এই সিদ্ধান্ত চূড়ান্ত।”
রুমিন ফারহানার রাজনৈতিক অঙ্গীকারের পেছনে পারিবারিক প্রেক্ষাপটকে অনেকেই গুরুত্বপূর্ণ মনে করেন। তাঁর বাবা ভাষাসৈনিক অলি আহাদ ১৯৭৩ সালে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে পরাজিত হলেও তাকে ‘প্রভাবিতভাবে হারানো হয়েছিল’—এমন অভিযোগ পরিবার ও সমর্থকদের। বিষয়টি পরবর্তীতে রুমিন বিভিন্ন বক্তব্যে স্মরণ করেছেন।
বিজয়নগরের ইসলামপুর তাঁর পৈতৃক এলাকা, সেখান থেকেই নির্বাচনী মাঠে নামা এবার বাস্তবতায় পরিণত হচ্ছে। ইসলামপুর ও বুধন্তী ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করার পেছনে তাঁর সক্রিয় ভূমিকা ছিল—এ নিয়েও এলাকায় আলোচনা রয়েছে।
সংবাদটি শেয়ার করুন




















