ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা নাটাই উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল জেলা তথ্য অফিসের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে টেন মিনিটস ব্রিফ সরাইলে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি, ডিলারকে জরিমানা বহিষ্কার নিয়ে আল্লাহর কাছে বিচার প্রার্থনা রুমিন ফারহানার খর্বাকৃতির ফরহাদ-আরিফা দম্পতির পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন বেগম খালেদা জিয়া শুধু বিএনপি’র নয় এদেশের ১৮ কোটি মানুষের নেত্রী ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি: এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

প্রতিনিধির নামঃ
  • আপডেট সময় : ১১:৩৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ১১৮ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটগতভাবে ছেড়ে দেয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের বুধন্তি–চান্দুরা ইউনিয়ন) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। সাবেক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ প্রসঙ্গে আলী হোসেন বলেন, “আমিসহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল। আজ আমরা ফরম নিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেই নেবেন।”

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাসহ অন্তত অর্ধডজন নেতা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে বিএনপি জোটগত সমঝোতার অংশ হিসেবে আসনটি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দেয়। ফলে এ আসনে বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

গত মঙ্গলবার বিএনপির জোট প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “এতো বড় একটি দল হিসেবে বিএনপিকে তাদের ভালো-মন্দ বুঝতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে জোট করা হয়েছে, আসন না দিলে জোট কীভাবে হবে! দল বাধ্য হয়েই আসনটি ছেড়ে দিয়েছে।”

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ব্যবস্থা নিতে হলে দল নিশ্চয়ই নেবে। এতে বাধা দেওয়ার কিছু নেই, আমি তো সেটা আটকাতে পারব না।”

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আপডেট সময় : ১১:৩৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটগতভাবে ছেড়ে দেয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের বুধন্তি–চান্দুরা ইউনিয়ন) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। সাবেক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ প্রসঙ্গে আলী হোসেন বলেন, “আমিসহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল। আজ আমরা ফরম নিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেই নেবেন।”

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাসহ অন্তত অর্ধডজন নেতা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে বিএনপি জোটগত সমঝোতার অংশ হিসেবে আসনটি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দেয়। ফলে এ আসনে বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

গত মঙ্গলবার বিএনপির জোট প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “এতো বড় একটি দল হিসেবে বিএনপিকে তাদের ভালো-মন্দ বুঝতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে জোট করা হয়েছে, আসন না দিলে জোট কীভাবে হবে! দল বাধ্য হয়েই আসনটি ছেড়ে দিয়েছে।”

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ব্যবস্থা নিতে হলে দল নিশ্চয়ই নেবে। এতে বাধা দেওয়ার কিছু নেই, আমি তো সেটা আটকাতে পারব না।”