ব্রাহ্মণপাড়া সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় ঔষুধ জব্দ করেছে ৬০ বিজিবি
- আপডেট সময় : ০৩:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ৯২ বার পড়া হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবির সদস্যরা। শনিবার (১১ অক্টোবর) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)র অধীনস্থ শশীদল বিওপির টহলদল উপজেলার সীমান্তবর্তী আশাবাড়ী এলাকা হতে এসব মালামাল জব্দ করেন।
জব্দের বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোৎভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শশীদল বিওপির টহলদল আশাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত পিলার-২০৫৯/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আশাবাড়ী নামক স্থানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করে। যার সিজার মূল্য- ৫২,৯১,২৫০/-(বায়ান্ন লক্ষ একানব্বই হাজার দুইশত পঞ্চাশ) টাকা। পরে এসব জব্দকৃত মালামাল নিকটস্থ কুমিল্লা কাস্টমস্ এ জমা করা হয়।
সংবাদটি শেয়ার করুন























