ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আচরণবিধি লঙ্ঘনে জরিমানা, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন স্বতন্ত্র প্রার্থীর মোঃ জসিম উদ্দিন জসিমের ইন্তেকালে আজকের ব্রাহ্মণবাড়িয়া পরিবারের শোক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন আর নেই সৈয়দ শাহ আলম স্মৃতি নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত আওয়ামীলীগকে ভোটে আনতে কেউ বলছেনা- প্রেস সচিব নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, যথাসময়ে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফরিদুল হুদার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরা আর নেই রামরাইল ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশি ব্যবসায়ীরা।

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / ২৬৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মাছ রপ্তানি সাময়িক বন্ধ রেখেছে বাংলাদেশি ব্যবসায়ীরা।
বুধবার (২১ মে) সকালে মাছ রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর মৎস্য রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া। তিনি জানান, প্রতিদিন গড়ে এক লক্ষ ডলারের সমপরিমাণ ৩৫ থেকে ৪০ মেঃ টন মাছ ত্রিপুরা রাজ্যের আগরতলায় রপ্তানি করা হয়। এক্সপোর্ট পারমিট (ইএসপি) জটিলতার কারণে আজকে (২১ মে বুধবার) আমরা আগরতলায় মাছ রপ্তানি করতে পারছি না।

অপর দিকে ভারত সরকার হঠাৎ করে স্থলপথে বাংলাদেশ থেকে ৬ প্রকারের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় এই স্থলবন্দর দিয়ে ভারত মূখী রপ্তানি বাণিজ্য অনেকটা কমে গেছে। তবে এক্সপোর্ট পারমিট জটিলতা সমাধান হলে বৃহস্পতিবার সকাল থেকে মাছ রপ্তানি পূর্বের মত স্বাভাবিক হবে বলে আশা করছি।।

আখাউড়া স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে বন্দর দিয়ে ভারতে ৪২৭ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৪৩০ টাকার পণ্য রপ্তানি হয়। আর চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত রপ্তানি হয়েছে ৪৫৩ কোটি ১ লাখ ৯৬ হাজার ৭৯৩ টাকার পণ্য। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল, তুলা, প্রক্রিয়াজাত খাবার, মেলামাইন সামগ্রী ও শুটকি।
স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, হিমায়িত মাছের পর সবচেয়ে বেশি রপ্তানি হয় প্লাস্টিক পণ্য, পিভিসি সামগ্রী, চিপস, বিস্কুট, ফলের স্বাদযুক্ত জুস ও তুলা। প্রতিদিন প্রায় ৪০-৪৫ লাখ টাকা মূল্যের এসব পণ্য রপ্তানি হয় ভারতে। এখন এই পণ্য গুলো আমদানি নিষেধাজ্ঞার আওতায় পড়ায় রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্তের পর্যায়ে।
মূলত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের সঙ্গে চলা কূটনৈতিক টানাপোড়ানের কারণেই দেশটির সরকার আমদানির সুযোগ সীমিত করেছে বলে ধারণা ব্যবসায়ীদের।
যা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করার দাবি স্থলবন্দর ব্যবসায়ীদের।
স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, বুধবার সকাল থেকে মাছের কোন গাড়ি বন্দরে আসেনি। সিমেন্ট ও ভোজ্য তেল নিয়ে ১১টি গাড়ি বন্দরে প্রবেশ করেছে। এসব পণ্য ত্রিপুরা রাজ্যের আগরতলায় রপ্তানি হবে বলে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।।

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশি ব্যবসায়ীরা।

আপডেট সময় : ০৮:১৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মাছ রপ্তানি সাময়িক বন্ধ রেখেছে বাংলাদেশি ব্যবসায়ীরা।
বুধবার (২১ মে) সকালে মাছ রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর মৎস্য রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া। তিনি জানান, প্রতিদিন গড়ে এক লক্ষ ডলারের সমপরিমাণ ৩৫ থেকে ৪০ মেঃ টন মাছ ত্রিপুরা রাজ্যের আগরতলায় রপ্তানি করা হয়। এক্সপোর্ট পারমিট (ইএসপি) জটিলতার কারণে আজকে (২১ মে বুধবার) আমরা আগরতলায় মাছ রপ্তানি করতে পারছি না।

অপর দিকে ভারত সরকার হঠাৎ করে স্থলপথে বাংলাদেশ থেকে ৬ প্রকারের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় এই স্থলবন্দর দিয়ে ভারত মূখী রপ্তানি বাণিজ্য অনেকটা কমে গেছে। তবে এক্সপোর্ট পারমিট জটিলতা সমাধান হলে বৃহস্পতিবার সকাল থেকে মাছ রপ্তানি পূর্বের মত স্বাভাবিক হবে বলে আশা করছি।।

আখাউড়া স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে বন্দর দিয়ে ভারতে ৪২৭ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৪৩০ টাকার পণ্য রপ্তানি হয়। আর চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত রপ্তানি হয়েছে ৪৫৩ কোটি ১ লাখ ৯৬ হাজার ৭৯৩ টাকার পণ্য। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল, তুলা, প্রক্রিয়াজাত খাবার, মেলামাইন সামগ্রী ও শুটকি।
স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, হিমায়িত মাছের পর সবচেয়ে বেশি রপ্তানি হয় প্লাস্টিক পণ্য, পিভিসি সামগ্রী, চিপস, বিস্কুট, ফলের স্বাদযুক্ত জুস ও তুলা। প্রতিদিন প্রায় ৪০-৪৫ লাখ টাকা মূল্যের এসব পণ্য রপ্তানি হয় ভারতে। এখন এই পণ্য গুলো আমদানি নিষেধাজ্ঞার আওতায় পড়ায় রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্তের পর্যায়ে।
মূলত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের সঙ্গে চলা কূটনৈতিক টানাপোড়ানের কারণেই দেশটির সরকার আমদানির সুযোগ সীমিত করেছে বলে ধারণা ব্যবসায়ীদের।
যা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করার দাবি স্থলবন্দর ব্যবসায়ীদের।
স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, বুধবার সকাল থেকে মাছের কোন গাড়ি বন্দরে আসেনি। সিমেন্ট ও ভোজ্য তেল নিয়ে ১১টি গাড়ি বন্দরে প্রবেশ করেছে। এসব পণ্য ত্রিপুরা রাজ্যের আগরতলায় রপ্তানি হবে বলে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।।