বিজয়নগর সীমান্তে পুশইন চেষ্টা: টহল জোরদার, গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে
- আপডেট সময় : ০১:৪১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্ত অঞ্চলে অবৈধভাবে কিছু লোককে বাংলাদেশে পুশইনকে ঘিরে ছড়িয়ে পড়া গুঞ্জনে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার পর থেকেই এই গুজব ছড়িয়ে পড়লে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এমন আশঙ্কার প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অতিরিক্ত সতর্কতা গ্রহণ করে এবং সীমান্তে টহল জোরদার করে।
সূত্র জানিয়েছে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দরের পাশের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কিছু সংখ্যক লোককে জড়ো করেছে এমন খবর পেয়ে বিজিবি কর্তৃপক্ষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয়। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সীমান্তে স্বাভাবিকের চেয়ে বেশি নজরদারি চালানো হয় এবং রাতভর টহল বজায় রাখা হয়। বিজিবির সরব উপস্থিতিতে গ্রামবাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মসজিদের মাইকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার চালানো হয়। পরে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে সীমান্তে অবস্থান নেন।

বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা বলেন, ‘পুশ ইন প্রচেষ্টার খবর শুনে স্থানীয় জনগণ বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ গড়ে তোলে। এখন সবাই সতর্ক রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
বিজিবির ২৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘বর্তমান দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পুশ ইন আশঙ্কার বিষয়টি মাথায় রেখে আমরা আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি এবং টহলও বাড়ানো হয়েছে।’
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন


























