বিজয়নগর সীমান্তে কাভার্ড ভ্যানসহ ২ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ।
- আপডেট সময় : ০৪:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২১৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে চোরাচালানকৃত ২ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্যসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)র একটি বিশেষ টহলদল উপজেলার ইব্রাহিমপুর এলাকায় এই অভিযান চালায়। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৫৬১ পিস ভারতীয় শাড়ি, ৪ হাজার ৪৮৬ পিস কসমেটিকস, ৯ হাজার ৭৮৪ পিস চকলেট, ৪ হাজার ৯০০ প্যাকেট সিগারেটসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
জব্দের বিষষটি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহামেদ জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বিজিবির একটি বিশেষ টহলদল উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানসহ অবৈধ ভারতীয় মালামাল গুলো জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৫ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা। পরে এসব জব্দ করা মালামাল ও কাভার্ড ভ্যানটি আখাউড়া কাস্টমস অফিসে জমা করা হয়।
তিনি আরো বলেন, বিজয়নগর ও মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে ২৫ বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন






























