ডিবি পুলিশের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ চোরাচালানকৃত আতশবাজি ও গাঁজা উদ্ধার: ৪ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১৩১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় আতশবাজি ও মাদকদ্রব্য গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর ২০২৫ খ্রিঃ রাত ১১টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পুনিয়াউট গোলচত্ত্বরের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ৩ জন চোরাকারবারীকে গ্রেফতার করে।
অভিযানে তাদের হেফাজত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় আতশবাজি জব্দ করা হয়। উদ্ধারকৃত আতশবাজির মধ্যে রয়েছে—
১. Big Color আতশবাজি – ২৬০ প্যাকেট
২. Fancy আতশবাজি – ৭০৬ প্যাকেট
৩. Kitkat আতশবাজি – ২৭০ প্যাকেট
৪. Colour Koti আতশবাজি – ৬২ প্যাকেট
সব মিলিয়ে উদ্ধারকৃত আতশবাজির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার ৮৬০ টাকা। এছাড়া একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. হৃদয় খান (২৬), পিতা- মোঃ বাবুল খান, মাতা- বিলকিছ বেগম, সাং- রানিয়ারা বিষ্ণুপুর পূর্বপাড়া, ওয়ার্ড নং-০৭, পোঃ কুটি।
২. মোঃ আল আমিন (৪০), পিতা- মৃত মোঃ জমির আলী, মাতা- নেহারা বেগম, সাং- রানিয়ারা বিষ্ণুপুর পূর্বপাড়া, ওয়ার্ড নং-০৭, পোঃ কুটি।
৩. মোঃ মনির হোসেন (৩৫), পিতা- মৃত মঙ্গল সদাগর, মাতা- হাসেনা আক্তার, সাং- মাইজখার উত্তরপাড়া, ওয়ার্ড নং-০৮, পোঃ মাইজখার, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
অপরদিকে, ৬ অক্টোবর ২০২৫ খ্রিঃ বেলা ১২টা ৩৫ মিনিটে ডিবি পুলিশের আরেকটি দল সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন—
মোঃ লিটন মিয়া (৪৬), পিতা- মোঃ মহন মিয়া, সাং- গোসাইপুর (রাধানগর), থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদটি শেয়ার করুন


















