সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় টাইফয়েডের টিকা পেতে ৭ লাখ ৩৫ হাজার জনের রেজিষ্ট্রেশন।। টার্গেট সাড়ে ১১ লাখ
আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
- আপডেট সময় : ০৪:৩৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ১০২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যােগে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলনে টিকা কার্যক্রমের সার্বিক প্রস্ততি জানিয়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকাগ্রহনে প্রচার কার্যক্রম
আরো জোরদার করার আহবান জানানো হয়। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার সিভিল সার্জন ডাক্তার মো: নোমান মিয়া,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান,বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডাক্তার সুবল চন্দ্র সাহা,জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোঃ মনিরুল ইসলাম ।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়,জেলায়
৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ১১ লাখ ৫০ হাজার জনকে টিকা দেয়া হবে। ১২ ই অক্টোবর থেকে শুরু হবে টিকাদান কর্মসূচী। এরমধ্যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৭ লাখ ৩৫ হাজার ৫২৭ জন রেজিষ্ট্রেশন করেছেন। তাদের মধ্যে ৪ লাখ ৯ হাজার ২২৯ জন শিক্ষার্থী এবং কমিউনিটি পর্যায়ে ৩ লাখ ২৮ হাজার ২৯৮ জন রেজিষ্ট্রেশন করেছেন।
সংবাদটি শেয়ার করুন


















