সরাইলে ডিএনসির অভিযানে ২৮ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার, দুইজন নারী
- আপডেট সময় : ০৭:৫৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১১৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে ২৮ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনই নারী।
রোববার (৭ ডিসেম্বর, ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত সরাইল উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল সকাল সাড়ে ৭টার দিকে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় সবুজ বাংলা হোটেলের সামনে ঢাকাগামী ‘লাবিবা’ নামের একটি লোকাল বাসে তল্লাশি চালায়। এ সময় বাসে বিশেষভাবে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই অভিযানে হরিমন সরকার (৩৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের মেরাসানী গ্রামের কৃষ্ণ সরকারের ছেলে।
এর কিছুক্ষণ পর সকাল ৯টার দিকে একই স্থানে প্রায় ৪০ মিনিটব্যাপী দ্বিতীয় অভিযান চালায় ডিএনসি। একটি সিএনজি অটোরিকশার দুই নারী যাত্রীর দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় গ্রেপ্তার হন—মোছা. লিজা আক্তার (২৫), মোছা. মায়া আক্তার (১৯) তারা সম্পর্কে বোন এবং বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিমপুর গ্রামের মো. মুকুল হোসেনের মেয়ে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় জানায়, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরাইল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদার করা হবে।
সংবাদটি শেয়ার করুন




















