ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লন্ডনে ‘রিবিল্ডিং বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন আখাউড়ায় বিএনপির মনোনিত প্রার্থীর পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির প্রার্থী এডভোকেট মান্নানের মতবিনিময় নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ২ নিহত, ৪ গুলিবিদ্ধ — রিফাত বাহিনীর প্রধানসহ ২ জন অস্ত্রসহ গ্রেফতার নাসিরনগরে গোয়ালনগর ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বাসুদেব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত আইনি জটিলতায় বিয়ে না করেই দেশে ফিরছেন চীনা প্রেমিক ওয়াং তাওজেন বিএনপিও গণভোট চায়, তবে সংসদ নির্বাচনের দিনেঃ মুশফিকুর রহমান নির্বাচন বানচালে ষড়যন্ত্র হতে পারে, জনগণ তা হতে দেবে নাঃ-মুশফিকুর রহমান। সরাইলে দুই ভাইয়ের জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

সরাইলে ‘তরী বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ১২৩ বার পড়া হয়েছে

নদী ও প্রকৃতি সুরক্ষায় সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় সরাইল উপজেলা পরিষদ সভাকক্ষে সংগঠনটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তরী বাংলাদেশ সরাইল শাখার সদস্যসচিব মো. শাহগীর মৃধার সঞ্চালনায় ও আহবায়ক মো. মাহবুব খান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ-এর কেন্দ্রীয় আহবায়ক শামীম আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সুশান্ত পাল ও সোহেল রানা ভূঁইয়া।

সভায় বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মো. বদর উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আইয়ুব খান, সাবেক ব্যাংক কর্মকর্তা এম. এ. মুসা, নাজমা বেগম, মো. আব্বাস উদ্দিন, মো. মোখলেছুর রহমান ও মো. শাহীন শাহ প্রমুখ।

বক্তারা সরাইল উপজেলার নদ-নদী, খাল-বিল, হাওড়-বাঁওড়, পুকুর-জলাশয়, ফসলি জমি, ইটভাটা ও পরিবেশ বিপর্যয় সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান। বক্তারা ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তারেরও আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ বলেন, “তরী বাংলাদেশ মূলত নদী ও প্রকৃতি সুরক্ষায় সারাদেশে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়াস চালাচ্ছে। জনগণ সচেতন হলে এই আন্দোলন সফল হবে। পাশাপাশি নদী রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সরকারি দপ্তরগুলোর কার্যক্রম আরও সক্রিয় ও দৃশ্যমান হওয়া জরুরি। তবেই তেরশত নদীর দেশ বাংলাদেশ আবার ‘নদীমাতৃক বাংলাদেশ’ ও ‘মাছে-ভাতে বাঙালি’ পরিচয় ফিরে পাবে।”

তিনি আরও বলেন, “নদী রক্ষায় রাজনৈতিক অঙ্গীকারও অত্যন্ত প্রয়োজন। অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় বা দলের নাম ভাঙিয়ে নদী দখলের ঘটনা ঘটেছে। তাই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট অবস্থান আমরা প্রত্যাশা করি। ভবিষ্যৎ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রেও নদী ও পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে। নির্বাচন কমিশনেরও উচিত হবে নদী দখলদার ও ভূমিদস্যুদের প্রার্থী হতে অযোগ্য ঘোষণা করা।”

তিনি আশা প্রকাশ করেন, তরী বাংলাদেশের প্রত্যাশিত একটি সবুজ, শ্যামল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, মো. আলমাস মিয়া, শেখ মামুন, মো. নবী হোসেন, মো. কামাল উদ্দিন, মো. আলমগীর মিয়া ও সৈয়দ মোস্তফা নাদির হোসেন প্রমুখ।

সভা শেষে তরী বাংলাদেশ-এর সদস্যরা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশাররফ হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা সরাইলে পরিবেশ সুরক্ষায় ইউএনওর কার্যকর ভূমিকার প্রশংসা করেন এবং বদলিজনিত বিদায়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পরবর্তী কর্মস্থলেও নদী ও প্রকৃতি রক্ষায় তাঁর অবদান অব্যাহত থাকবে—এ প্রত্যাশা জানান।

ইউএনও মো. মোশাররফ হোসাইন তরী বাংলাদেশসহ সরাইলবাসীর সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি যেখানেই থাকি না কেন, তরী বাংলাদেশ ও সরাইলের মানুষজনের ভালোবাসা ও সহযোগিতা আমার সঙ্গে থাকবে, ইনশাআল্লাহ যোগাযোগ ও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন

সরাইলে ‘তরী বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

নদী ও প্রকৃতি সুরক্ষায় সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় সরাইল উপজেলা পরিষদ সভাকক্ষে সংগঠনটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তরী বাংলাদেশ সরাইল শাখার সদস্যসচিব মো. শাহগীর মৃধার সঞ্চালনায় ও আহবায়ক মো. মাহবুব খান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ-এর কেন্দ্রীয় আহবায়ক শামীম আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সুশান্ত পাল ও সোহেল রানা ভূঁইয়া।

সভায় বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মো. বদর উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আইয়ুব খান, সাবেক ব্যাংক কর্মকর্তা এম. এ. মুসা, নাজমা বেগম, মো. আব্বাস উদ্দিন, মো. মোখলেছুর রহমান ও মো. শাহীন শাহ প্রমুখ।

বক্তারা সরাইল উপজেলার নদ-নদী, খাল-বিল, হাওড়-বাঁওড়, পুকুর-জলাশয়, ফসলি জমি, ইটভাটা ও পরিবেশ বিপর্যয় সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান। বক্তারা ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তারেরও আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ বলেন, “তরী বাংলাদেশ মূলত নদী ও প্রকৃতি সুরক্ষায় সারাদেশে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়াস চালাচ্ছে। জনগণ সচেতন হলে এই আন্দোলন সফল হবে। পাশাপাশি নদী রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সরকারি দপ্তরগুলোর কার্যক্রম আরও সক্রিয় ও দৃশ্যমান হওয়া জরুরি। তবেই তেরশত নদীর দেশ বাংলাদেশ আবার ‘নদীমাতৃক বাংলাদেশ’ ও ‘মাছে-ভাতে বাঙালি’ পরিচয় ফিরে পাবে।”

তিনি আরও বলেন, “নদী রক্ষায় রাজনৈতিক অঙ্গীকারও অত্যন্ত প্রয়োজন। অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় বা দলের নাম ভাঙিয়ে নদী দখলের ঘটনা ঘটেছে। তাই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট অবস্থান আমরা প্রত্যাশা করি। ভবিষ্যৎ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রেও নদী ও পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে। নির্বাচন কমিশনেরও উচিত হবে নদী দখলদার ও ভূমিদস্যুদের প্রার্থী হতে অযোগ্য ঘোষণা করা।”

তিনি আশা প্রকাশ করেন, তরী বাংলাদেশের প্রত্যাশিত একটি সবুজ, শ্যামল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, মো. আলমাস মিয়া, শেখ মামুন, মো. নবী হোসেন, মো. কামাল উদ্দিন, মো. আলমগীর মিয়া ও সৈয়দ মোস্তফা নাদির হোসেন প্রমুখ।

সভা শেষে তরী বাংলাদেশ-এর সদস্যরা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশাররফ হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা সরাইলে পরিবেশ সুরক্ষায় ইউএনওর কার্যকর ভূমিকার প্রশংসা করেন এবং বদলিজনিত বিদায়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পরবর্তী কর্মস্থলেও নদী ও প্রকৃতি রক্ষায় তাঁর অবদান অব্যাহত থাকবে—এ প্রত্যাশা জানান।

ইউএনও মো. মোশাররফ হোসাইন তরী বাংলাদেশসহ সরাইলবাসীর সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি যেখানেই থাকি না কেন, তরী বাংলাদেশ ও সরাইলের মানুষজনের ভালোবাসা ও সহযোগিতা আমার সঙ্গে থাকবে, ইনশাআল্লাহ যোগাযোগ ও অব্যাহত থাকবে।”