বাসাবাড়িতে পাইপলাইনে আর কোনো দিন গ্যাস দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান
- আপডেট সময় : ০৫:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ২২২ বার পড়া হয়েছে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, পাইপলাইনের মাধ্যমে আর কোনো দিন বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা হবে না।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, “গ্যাসের কথা এখন ভুলে যান। আমাদের নিজস্ব গ্যাসের মজুত কমে গেছে। বর্তমানে ৬০-৬৫ টাকা দরে গ্যাস আমদানি করতে হচ্ছে। এই দামে কোনো অবস্থাতেই বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “সবাইকে এখন সিলিন্ডার গ্যাসে অভ্যস্ত হতে হবে। পাইপলাইনের গ্যাস শুধু শিল্পকারখানায় দেওয়া হবে, বাসাবাড়িতে আর নয়।”
এ সময় জ্বালানি উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।
সংবাদটি শেয়ার করুন




















