ভারতে প্রধান উপদেষ্টাকে ‘অসুর রূপ’ দেওয়া নিন্দনীয় বললেন ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় : ১০:০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ১৮০ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, “একটা দেশের সরকারপ্রধানকে অন্য দেশে অসুর বানিয়ে উপস্থাপন করা অশোভন, অসম্মানজনক এবং নিন্দনীয়। ”বুধবার (১ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত ‘দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “মানুষের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য বা বিতর্ক থাকতে পারে, কিন্তু একটি দেশের সরকারপ্রধানকে অসুর বা শয়তান বানিয়ে উপস্থাপন করা দুঃখজনক। এতে মানুষের প্রতি মানুষের সম্মানবোধ বিনষ্ট হয়। যারা এ কাজ করেছেন, তারা ভালো করেননি। ”রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরলে বিষয়টি খতিয়ে দেখে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এসময় ধর্ম উপদেষ্টা শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ টেনে বলেন, “বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। উৎসব ঘিরে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং এখনো পর্যন্ত কোনো অঘটনের খবর আসেনি।”
ড. খালিদ হোসেন আরও বলেন, “দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীরা অতীতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তাদের অবদান আরও বাড়বে। আজকের মাদরাসা শিক্ষার্থীরাই প্রশাসন, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।”
সেমিনারে জেলা প্রশাসক মো. দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য অধ্যাপক ড. নকীব মো. নাসরুল্লাহ, কাছাইট জামে মসজিদ কমপ্লেক্সের দায়িত্বশীল আল্লামা শায়খ আব্দুল ওয়াহিদ ভূঁইয়া (বড় হুজুর), কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি মো. আমির হামজা ভূঁইয়া এবং জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ।
সংবাদটি শেয়ার করুন




















