ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা নাটাই উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল জেলা তথ্য অফিসের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে টেন মিনিটস ব্রিফ সরাইলে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি, ডিলারকে জরিমানা বহিষ্কার নিয়ে আল্লাহর কাছে বিচার প্রার্থনা রুমিন ফারহানার খর্বাকৃতির ফরহাদ-আরিফা দম্পতির পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন বেগম খালেদা জিয়া শুধু বিএনপি’র নয় এদেশের ১৮ কোটি মানুষের নেত্রী ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি: এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

ভারতে প্রধান উপদেষ্টাকে ‘অসুর রূপ’ দেওয়া নিন্দনীয় বললেন ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ১৮০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, “একটা দেশের সরকারপ্রধানকে অন্য দেশে অসুর বানিয়ে উপস্থাপন করা অশোভন, অসম্মানজনক এবং নিন্দনীয়। ”বুধবার (১ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত ‘দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, “মানুষের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য বা বিতর্ক থাকতে পারে, কিন্তু একটি দেশের সরকারপ্রধানকে অসুর বা শয়তান বানিয়ে উপস্থাপন করা দুঃখজনক। এতে মানুষের প্রতি মানুষের সম্মানবোধ বিনষ্ট হয়। যারা এ কাজ করেছেন, তারা ভালো করেননি। ”রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরলে বিষয়টি খতিয়ে দেখে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এসময় ধর্ম উপদেষ্টা শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ টেনে বলেন, “বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। উৎসব ঘিরে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং এখনো পর্যন্ত কোনো অঘটনের খবর আসেনি।”

 

ড. খালিদ হোসেন আরও বলেন, “দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীরা অতীতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তাদের অবদান আরও বাড়বে। আজকের মাদরাসা শিক্ষার্থীরাই প্রশাসন, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।”

 

সেমিনারে জেলা প্রশাসক মো. দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য অধ্যাপক ড. নকীব মো. নাসরুল্লাহ, কাছাইট জামে মসজিদ কমপ্লেক্সের দায়িত্বশীল আল্লামা শায়খ আব্দুল ওয়াহিদ ভূঁইয়া (বড় হুজুর), কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি মো. আমির হামজা ভূঁইয়া এবং জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ।

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন

ভারতে প্রধান উপদেষ্টাকে ‘অসুর রূপ’ দেওয়া নিন্দনীয় বললেন ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ১০:০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, “একটা দেশের সরকারপ্রধানকে অন্য দেশে অসুর বানিয়ে উপস্থাপন করা অশোভন, অসম্মানজনক এবং নিন্দনীয়। ”বুধবার (১ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত ‘দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, “মানুষের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য বা বিতর্ক থাকতে পারে, কিন্তু একটি দেশের সরকারপ্রধানকে অসুর বা শয়তান বানিয়ে উপস্থাপন করা দুঃখজনক। এতে মানুষের প্রতি মানুষের সম্মানবোধ বিনষ্ট হয়। যারা এ কাজ করেছেন, তারা ভালো করেননি। ”রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরলে বিষয়টি খতিয়ে দেখে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এসময় ধর্ম উপদেষ্টা শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ টেনে বলেন, “বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। উৎসব ঘিরে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং এখনো পর্যন্ত কোনো অঘটনের খবর আসেনি।”

 

ড. খালিদ হোসেন আরও বলেন, “দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীরা অতীতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তাদের অবদান আরও বাড়বে। আজকের মাদরাসা শিক্ষার্থীরাই প্রশাসন, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।”

 

সেমিনারে জেলা প্রশাসক মো. দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য অধ্যাপক ড. নকীব মো. নাসরুল্লাহ, কাছাইট জামে মসজিদ কমপ্লেক্সের দায়িত্বশীল আল্লামা শায়খ আব্দুল ওয়াহিদ ভূঁইয়া (বড় হুজুর), কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি মো. আমির হামজা ভূঁইয়া এবং জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ।