সংবাদ শিরোনাম ::
আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষা সফর ২০২৫
আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
- আপডেট সময় : ১১:২৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৬৯ বার পড়া হয়েছে
“থাকব নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎ টারে ,কেমন করে ঘুরছে মানুষ,যুগান্তরের ঘুর্ণিপাকে“। এই সংকল্পের সূত্রে ভ্রমন বা শিক্ষা সফর শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। ভ্রমন শিক্ষার্থীদের জীবনের ক্লান্তি দূর করে মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে। জীবনের সাথে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড়, শিক্ষার সাথে সফরের সম্পর্কও তেমনি নিবিড়। তাই সফর হলো শিক্ষার অবিচ্ছেদ-অঙ্গ।

শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীদেরকে সুন্দর ও ধরনীর রহস্যের মধ্যে স্নান করার সুযোগ করে দেয় শিক্ষা সফর। এটি শিক্ষা জীবনের একটি গুরুত্ব অঙ্গ।পূঁথিগত বিদ্যার বাহিরেও সামাজিক শিক্ষায় শিক্ষার্থীদের সুস্থ ধারার মানসিকতা বিকাশে সাহায্য করে শিক্ষা সফর।
ভ্রমন মানে অচেনাকে চেনা, অজানাকে জানা এবং বিমূর্ত কে মূর্ত করে নেওয়া । অনেক অনেক দূরে ভ্রমনে যেতে শিক্ষার্থীদের সাধ থাকলেও, নানা করণে দূরের ভ্রমনে যাওয়া সম্ভব হয়ে ওঠে না শিক্ষার্থীদের।
আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব কেউ দূরে থাকলে সেখানে ঘুরতে যাওয়া ভ্রমন হলেও, ভ্রমন মানুষের সদূর বিলাশী বিষয়, সবাই ভালবাসে উষার মরু পেরিয়ে মৌলিক হিমালয় জয় করে কৃষ্ণবর্ণ অরর্ণ্যে মশাল জ্বেলে পথ খুঁজে আজীবন বেড়াতে। কিন্তু ছোট বেলা থেকে যে সামান্য পথ ঘুরা হয় তাতে ভ্রমনের সাধ একেবারেই মেটে না । এরই তৃষ্ণার্থতায় আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষা সফর ২০২৫।
ঢাকা বাংলাদেশের রাজধানী। তবে বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রাম পরিচিত। ভ্রমন পিপাসুদের জন্য দেশের এ বাণিজ্যিক বিভাগ চট্টগ্রামের কুমিল্লা হলো একটি অন্যতম স্থান। আর ভ্রমণ পিপাসুদের জন্য কুমিল্লায় রয়েছে, ময়নামতি ওয়ার সিমেট্রি, শালবন বৌদ্ধ বিহার, জাহাপুর জমিদার বাড়ি, ইটাখোলা মুড়া, ডাইনো পার্ক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, রুপবান মুড়া, রানী ময়নামতির প্রাসাদ, আনন্দ বিহার, ফান টাউন পার্ক, ময়নামতি জাদুঘর, নব শালবন বিহার ও ম্যাজিক প্যারাডাইস। এই সবগুলো স্থানই ভ্রমণ পিপাসুদের মনে আনন্দ দেওয়ার মতো উপযোগী।
বিদ্যালয়ের দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্র মোঃ সিয়াম বলেন, আমাদের শিক্ষা সফর যাত্রা ছিলো উল্লেখিত স্থান গুলোর মধ্যে বেশ কিছু স্থান দেখার জন্য। সেই সাথে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিদায়ী নাস্তাসহ ছিল কিছু বিনোদনের আয়োজনও। যা সত্যিই শিক্ষক ও শিক্ষার্থীদের মনে আনন্দ দেওয়ার মতো। ভ্রমন সিডিউল অনুযায়ী আমরা সকাল ০৮ টার ভিতরে সবাই একত্রিত হয়েছিলাম আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান স্যারের উপস্থিতিতে আনন্দঘনমূহুর্তে, সবাই মিলে কুমিল্লা ময়নামতির উদ্দেশ্যে যাত্রা শুরু করি।
জানতে চাইলে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তামিম আহম্মেদ বলেন, দেশের ব্যাণিজিক বিভাগ চট্টগ্রামের অন্যতম একটি জেলা বৃহত্তর কুমিল্লা। ২৪ ফেব্রুয়ারি রোজ সোমবার শিক্ষা সফরে কুমিল্লা যাবার তারিখ নির্ধারণ করা হয়। ১১০ জন শিক্ষক/ শিক্ষার্থী নিয়ে ছিলো আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যলয়ের শিক্ষা সফরের আয়োজন। এর মধ্যে ছাত্র ৫০জন এবং ছাত্রী ২৬ জন। আয়োজনটি সফল করতে সর্বাত্মক শ্রম দিয়েছেন আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান। স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এমন আয়োজন সফল ভাবে সম্পন্ন করার জন্য।
সংবাদটি শেয়ার করুন
























